ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

স্কুল-কলেজ

শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়লো

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২১:১৪

শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়লো
ফাইল ছবি

স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বরের এমপিও আবেদন নিষ্পত্তির সময় ১২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (সাধারণ প্রশাসন) সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নভেম্বর মাসের বিভিন্ন ধরনের অনলাইন এমপিও আবেদন নিষ্পত্তি করার জন্য অঞ্চলের পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের পূর্বনির্ধারিত সময়সীমা পুননির্ধারণ করা হলো।

উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন ১৮ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন ২৫ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করবেন।

অঞ্চলের পরিচালক-উপপরিচালকরা (মাধ্যমিক) ১২ অক্টোবরের মধ্যে আর অঞ্চলের প্রোগ্রামাররা অঞ্চলের পরিচালক এবং উপপরিচালকের (মাধ্যমিক) অনুমোদিত এমপিও আবেদন ১২ নভেম্বরের মধ্যে ইএমআইএস সেলে পাঠাবেন। এই পুনর্নির্ধারিত সময়সীমা শুধুমাত্র নভেম্বর মাসের অনলাইন এমপিও আবেদন নিষ্পত্তি করার জন্য।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত