ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যে সব কারণে আজকের দিনটি এত স্মরণীয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৫

যে সব কারণে আজকের দিনটি এত স্মরণীয়
ফাইল ছবি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

আজ ৬ অক্টোবর ২০২৪, রোববার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭০২ - ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।

১৭৬৯ - ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।

১৮৬০ - ভারতীয় দণ্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১৮৬২ সালের ১ জানুয়ারি।

১৯০৮ - বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।

১৯১৮ - তুর্কি সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।

১৯২৮ - চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।

১৯৭২ - মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ জন নিহত হন।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ক্যামেরুন।

১৯৭৬ - থাইরেন্ডে সামরিক অভ্যুত্থান হয়।

১৯৯৫ - বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম:

৮৭৭ - চার্লস টাক, রোমান সম্রাট।

১৬৬০ - পল স্কারণ, ফরাসি কবি ও লেখক।

১৮২০ - জেনি লিন্ড, সুইডিশ অপেরা গায়িকা।

১৮৩১ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।

১৮৮৭ - লে করবুসিয়, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।

১৮৮৮ - নির্মলচন্দ্র চন্দ্র, জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও আইনজীবী।

১৮৯২ - লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ কবি।

১৮৯৩ - মেঘনাদ সাহা, বাঙালি জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

১৯০৩ - আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।

১৯০৬ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী।

১৯০৮ - ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। মোহাম্মদ মোদাব্বের, বাংলাদেশি সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।

১৯১২ - অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট, নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।

১৯৩০ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩১ - নিকলাই চের্নিখ, রুশ বংশোদ্ভূত সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী। রিকার্ডো গিয়াকনি, ইতালীয় বংশোদ্ভূত মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।

১৯৩৩ - ভারতীয় বাঙালি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত।

১৯৩৪ - আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশি অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক।

১৯৪৬ - জন ক্রেইগ ভেন্টার, মার্কিন জীববিজ্ঞানী। টনি গ্রেগ, ইংরেজ ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।

১৯৬৬ - শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার। নিয়াল কুইন, সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৬ - অলিভিয়া থিরল্বয়, মার্কিন অভিনেত্রী।

১৯৮৯ - শফিউল ইসলাম সুহাস, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু:

১৯৫১ - অট্টো ফ্রিটজ মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ও বায়োকেমিস্ট।

১৯৬২ - টড ব্রাউনিং, মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৬৭ - যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, সুভাষচন্দ্র বসুর সহযোগী।

১৯৮১ - মুহাম্মদ আনোয়ার আল সাদাত, নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৯২ - বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯৯ - আমালিয়া রডরিগুয়েজ, পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।

২০০০ - রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট।

২০১২ - আন্তোনিও থিসনেরস, পেরুদেশীয় কবি।

২০২০ - এডি ভ্যান হ্যালেন, গিটারিস্ট।

বাংলাদেশ জর্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত