ঢাকা, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর কারাগারে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৬:০৬

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর কারাগারে
মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম রিমান্ড শেষে তাকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। জাহাঙ্গীর আলমের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। পাশাপাশি ডিভিশনের আবেদনও করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আর কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেন।

গত ১ অক্টোবর জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৬ আগস্ট ওই কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত