ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গুতে ২৫ দিনে ৫৫ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫

ডেঙ্গুতে ২৫ দিনে ৫৫ জনের মৃত্যু
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৫ দিনে ৫৫ জন মারা গেছে ও ১৩ হাজার ৭১৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সে হিসেবে দৈনিক গড় মৃত্যু ছিল দুজনের ও রোগী ছিল ৫৪৯ জন। অর্থাৎ গত মাসের চেয়ে মৃত্যু ও রোগী দ্বিগুণের বেশি। গত আগস্টে মারা যায় ২৭ জন ও রোগী ছিল ৬ হাজার ৫২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য-বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডেঙ্গু রোগী ও মৃত্যু বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫৪ জন রোগী ভর্তি হয়েছে।

এ বছর প্রথম আটশোর ঘরে রোগী দেখা দেয় গত ১৭ সেপ্টেম্বর। সেদিন ভর্তি রোগী ছিল ৮৭২ জন। এরপর গত ৯ দিনের মধ্যে আট দিনই রোগী আটশোর ঘরে ছিল। মাঝখানে এক দিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় সেদিন ২৯৯ জন ভর্তি হয়।

একই সময় ডেঙ্গুতে মৃত্যুও বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছে। এ বছরের সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয় প্রথম গত ১০ সেপ্টেম্বর ও পরে ১৭ সেপ্টেম্বর।

এরপর গত ৯ দিনের মধ্যে দুদিন ছয়জন করে, এক দিন পাঁচজন, দুদিন তিনজন করে, তিন দিন দুজন করে ও এক দিন একজন মারা যায়। অর্থাৎ এ সময় কোনো মৃত্যুশূন্য দিন ছিল না।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ২১০ জন ভর্তি হয় ঢাকা বিভাগে ও সর্বনিম্ন ১০ জন রংপুর বিভাগে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫২, চট্টগ্রাম বিভাগে ৯৮, খুলনা বিভাগে ৬৪, বরিশালে ৫৫, ময়মনসিংহে ৩৫ ও রাজশাহীতে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। নতুন রোগীদের মধ্যে ৫৫১ জন পুরুষ ও ৩০৩ জন নারী।

এ নিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৫৫৫ জন। এর মধ্যে এ মাসেই ভর্তি হয়েছে সর্বোচ্চ ১৩ হাজার ৭১৪ জন। রোগীর ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত