ঢাকা, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ৮৫৪ জন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ৮৫৪ জন
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। এসময় আরও ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৫ জনে।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের ৩৫৫ এবং ঢাকা বিভাগে ২০১ জন। এর বাইরে ট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জন নিয়ে চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৬ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৪ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৫০৩ জন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত