রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হবে: পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১৭:২৯ আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:৩৪
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আগামী রবিবার ও সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে। তবে আজ (বুধবার) রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারাদেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এ সময় বিটিআরসি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পলক বলেন, আজকে (বুধবার) রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।
তিনি আরও বলেন, আগামী রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। আমরা এমটবের সাথে মিটিং করব। এরপর তথ্য পর্যালোচনা করে রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে।
বাংলাদেশ জার্নাল/কেএইচ