ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

রোজা না রাখলেই জেল-জরিমানা

  ফিচার ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১০:৫৬  
আপডেট :
 ১৬ মার্চ ২০২৪, ১১:০০

রোজা না রাখলেই জেল-জরিমানা
ছবি: সংগৃহীত

রোজা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আরবি মাস রমজান জুড়ে সিয়াম সাধনার মধ্য দিয়ে রোজা পালন করেন সারা বিশ্বের মুসলিম ধর্মের অনুসারীরা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমযান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ।

কিন্তু, এরপরও অনেকেই অসুস্থতার কারনে রোজা রাখতে পারেন না। তবে অনেকেই আছেন সুস্থ সবল থেকেও ঠিকভাবে রোজা রাখেন না। আবার অনেকে আছেন, টানা এক মাস রোজা আদায় না করে কয়েকটি রাখেন। কিন্তু বিশ্বে এমন দেশ আছে যেখানে রোজা পালন করাটা বাধ্যতামূলক। সেখানে কেউ রোজা না রাখলে গ্রেপ্তার করা হয়। এমন নিয়ম আছে নাইজেরিয়ায়।

নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির পুলিশ। মূলত আফ্রিকার এই দেশের একটি প্রদেশে রোজার মাসে এই নিয়ম আছে। সেখানে রমজান মাসে দিনের বেলা খাবার খেতে দেখলে গ্রেপ্তার করা হয়।

নাইজেরিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেখানের ১২ প্রদেশে শরিয়াতি আইন চালু আছে। ওই ১২টি প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত প্রদেশগুলির মধ্যে একটি হল কানো। আর কানোর ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত। তারা প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত