বাণিজ্যিক প্রহসন পরম শূন্য বন্ধন
রাজীব কুমার দাশ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৪
কোলকাতা। জাকারিয়া স্ট্রিটের চিপা রাস্তা।
এক হোটেলের সামনে ফল বিক্রেতা ডাকাডাকি করে চলেছেন।
- ও দাদা, বৌদির ফল নিলেন না?
ঠাকুর পূজো কিন্ত হয়নি।
-কী গো বৌদি! কদ্দিন পরে দেখা গো...
নতুন নাশপাতি। দু'টো দিয়ে দেই?শান্তিনগর মাছ বাজার। মাছ বিক্রেতার মুখরিত হাঁকডাক।
- স্যার, ভাবী আসেন। নিয়ে যান, একেবারে খাঁটি তাজা পদ্মার ইলিশ।
ভেজে খাবেন ঝোলে খাবেন সরষে
দিয়ে খাবেন। আমার কথা মনে রাখবেন।ক্রেতা বিক্রেতা কেউ কারোর পরিচিত নন।
অথচ বিক্রেতার কাছে অপরিচিত ক্রেতাও হয়ে যান
কত কত আপন। এ কী বাণিজ্যিক
প্রহসন? পরম শূন্য বন্ধন? নির্বোধ জীবন?বন্ধন দু'পায়ে ঠাঁয় দাঁড়িয়ে।
নিজে দেখছেন মানুষজন দেখছেন।
হাতে মাটির ওয়ানটাইম কাপ চা।
কেমন জানি তবুও মনে হচ্ছে তার এক পা তাকে সঙ্গ দিচ্ছেনা।
হেলান দিয়ে বাঁকা হয় ডানে মিনিট বিশেক পরে আবার বামে।
পর পর দুকাপ চা পানে বন্ধন সতেজ হয়।
পরিশীলিত চিন্তা জগতের ভাবনায় হেঁটে চলেন বন্ধন।বাম ডান হেলান দিয়ে চলছে জগৎ প্রেম সংসার জোয়ার ভাটার মেলবন্ধন, চলছে প্রেম অপ্রেম।
বাংলাদেশ জার্নাল/ওএফ