ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

নভেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২০৬ জনের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৮:৩২

নভেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২০৬ জনের
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে ২০৬ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগে মৃত্যু হলো এক হাজার ৫৫৪ জনের। এছাড়া গত এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৯৭ জন।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে দুইজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্ততর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৫৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৫০ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন লাখ ২ হাজার ৪৫২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৯৬ হাজার ২৪৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গু হলেই দ্রুত করতে হবে যে কাজগুলো

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২৮৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৯১১ জন।

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত