ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন আড়াই লাখ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০১:৩৪

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন আড়াই লাখ
প্ল্যান ইন্টারন্যাশনালের লোগো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: ম্যানেজার-গার্লস লেড ক্লাইমেট অ্যাকশন

পদসংখ্যা: এক

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, রেসিলিয়েন্স বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: জাতীয়, আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা পর্যায়ে ২০ লাখ বাজেট নিয়ে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজিং টিমে অবশ্যই ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক

বয়স: নির্ধারিত নয়

বেতন: ২ লাখ ৩ হাজার ৭১২ টাকা থেকে ২ লাখ ৫৪ হাজার ৬৪০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া বিমা ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিমার সুবিধা আছে।

কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর, ২০২৩

সূত্র: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত