বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১৮:৫৩ আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৯:০৭
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের ১১ ক্যাটাগরির পদে মোট ১৫১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী পরিচালক (হিসাব/অর্থ/ অডিট/বাণিজ্যিক পরিচালন)
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: বিকম (সম্মান)-সহ এমকম (ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিং) অথবা বিকম (পাস কোর্স)-সহ এমকম (ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/ অ্যাকাউন্টিং) (এমকম এ প্রথম শ্রেণি থাকতে হবে) অথবা ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিংয়ে বিবিএসহ এমবিএ অথবা বাণিজ্যে স্নাতক-সহ সিএ (ইন্টার)/সিএমএ (ইন্টার)। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিম্নে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৮(আট) বছরের চাকরির অভিজ্ঞতাসহ স্নাতক। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
পদের নাম: সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান)
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতাসহ স্নাতক। মাইক্রোসফট অফিস সফটওয়ারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ৬টি
যোগ্যতা: কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। বিএমডিসি-এর হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়ারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
পদের নাম: রসায়নবিদ
পদসংখ্যা: ৬টি
যোগ্যতা: রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
পদের নাম: ক্রয়/ভান্ডার/সিঅ্যান্ডএফ কর্মকর্তা
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে, কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/ সিজিপিএ এর নিম্নে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফিডার পদ অর্থাৎ স্টোর কিপার- সি/জেটি সুপারভাইজার-বি/স্টক ভেরিফায়ার/ কাস্টম ক্লিয়ারিং ইন্সপেক্টর পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্যাডারে ৮ বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
পদের নাম: সহকারী প্রধান শিক্ষক
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সরকার স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত (বিএড) এবং যেকোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতাসহ প্রশাসনিক অভিজ্ঞতা। তবে, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়।
স্নাতক ডিগ্রি এবং যেকোন মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতাসহ প্রশাসনিক অভিজ্ঞতা। তবে, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/ সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়।
বেতন স্কেল: (ক) ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড) ও (খ) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)
পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ বাণিজ্যে স্নাতকোত্তর। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে
নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। মাইক্রোসফট অফিস সফটওয়ারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)
পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা/ আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। তবে, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)
পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩০টি
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড ১৩)
পদের নাম: উচ্চমান হিসাব সহকারী
পদসংখ্যা: ৭৭টি
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিম্নে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ (ব্যবহারিক জ্ঞান) থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড ১৩)
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
আবেদন যেভাবে
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
আবেদন ফি
১ থেকে ৭ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ৮ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৫৮ টাকা, ৯ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ১০ ও ১১ নং পদের জন্য ২২৩ টাকা জমা দিতে হবে।
বয়সসীমা
ক্রমিক নম্বর ১ থেকে ৬ এবং ৮ থেকে ১১-তে বর্ণিত পদের জন্য বয়সসীমা ১৯ আক্টোবর ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। ক্রমিক নম্বর ৭-এ বর্ণিত পদের জন্য ঊর্ধ্ব বয়সসীমা ১৯ অক্টোবর ২০২৩ তারিখে ৩৭ বৎসর। ক্রমিক নম্বর ১, ২, ৩, ৬ ও ৮-এ বর্ণিত পদের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ অক্টোবর সকাল ১০টা।
আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২ নভেম্বর বিকেল ৫টা।
আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ভিজিট করুন।
আরও পড়ুন: বাফুফেতে চাকরির সুযোগ
বাংলাদেশ জার্নাল/এমএইচ