ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

হামবুর্গে জাগরণ জার্মান-বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  জার্মানি প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১২

হামবুর্গে জাগরণ জার্মান-বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
হামবুর্গে জাগরণ জার্মান-বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত । ছবি: প্রতিনিধি

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জার্মানির বন্দরনগরী হামবুর্গে অনুষ্ঠিত হয়েছে জাগরন জার্মান বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এদিন সংগঠনের সদস্যদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন সংগঠনের শীর্ষ নেতা এ্যাপলো এলাহী।

এছাড়া সমাজকর্মী স্বরনা আহাম্মেদকে সহ-সভাপতি ও ঈমন রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

দ্বিবার্ষিক নির্বাচনে বাংলাদেশ সমিতি হামবূর্গের সাবেক সভাপতি শাহ আলম খান ছাড়াও আজহার হোসেন, মহসিন শাহ, খোকন খান, রাজীয়া এ্যাপলো এলাহী, সিমু শাহ, আশিষ কুমার ও ভুট্র আহাম্মেদ সহ আরও অনেকে ছিলেন উপস্থিত।

নবনির্বাচিতরা আগামী দু’বছরের জন্য জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সুখ দুঃখে কাছে থাকার পাশাপাশি যেকোন দূর্যোগ দূর্বিপাকে দেশ ও দেশের মানুষের জন্য এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত