ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৯:১১ আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৯:১৩
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক জন মারা গেছেন। একই সময়ে আরও ৫৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬২ জন মারা গেলেন।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬২৬ জন ঢাকা বিভাগের বাইরের।
এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
আরো পড়ুন: ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
বাংলাদেশ জার্নাল/আরকে