ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বাবার সম্পত্তিতে উত্তরাধিকার পেলেন ফেরদৌস ওয়াহিদের ২ ভাতিজি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৫:৫৫  
আপডেট :
 ০৮ জুন ২০২৩, ১২:৪২

বাবার সম্পত্তিতে উত্তরাধিকার পেলেন ফেরদৌস ওয়াহিদের ২ ভাতিজি
মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা। ফাইল ছবি

প্রায় তিন বছর আইনি লড়াইয়ের পর বাবার সম্পত্তিতে উত্তরাধিকার পেলেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজি মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের রায় অনুযায়ী, মুসলিম উত্তরাধিকার আইনে বাবা জগলুল ওয়াহিদের সম্পত্তি পাবেন তার দুই কন্যা।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ বলেন, হাইকোর্টের রায়ে প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের দ্বিতীয় বিয়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। এ রায়ের ফলে স্ত্রী হিসেবে আঞ্জু কাপুরকে দেয়া জগলুল ওয়াহিদের বাড়ির উইলের আইনগত ভিত্তি রইলো না।

২০২০ সালের অক্টোবরে জগলুল ওয়াহিদের মৃত্যু হলে তার গুলশানের প্রায় ১০ কাঠা জমির ওপর থাকা বাসাটি দখলে নেন নিজেকে দ্বিতীয় পক্ষের স্ত্রী দাবি করা ভারতীয় নাগরিক আঞ্জু কাপুর। পরে দুই মেয়ে মুশফিকা ও মোবাশশারা রাস্তায় অবস্থান নিলে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

পরবর্তীকালে এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে দুই মেয়েকে বাসায় প্রবেশ ও নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর বুধবার রায় ঘোষণা করা হয়।

রায়ে বলা হয়, বিশেষ বিবাহ আইনে জগলুল ওয়াহিদের সঙ্গে আঞ্জু কাপুরের বিয়ে বৈধ নয়। তাই তার করা উইলের বৈধতা নেই। মুসলিম আইন অনুযায়ী তার সম্পত্তি বণ্টন হবে।

আরও পড়ুন: স্বজনরাও যেতে পারবেন সেই দুই বোনের বাসায়

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত