আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সব খবর
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০৯:১০ আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৯:১৫
আজ শনিবার, ২৯ অক্টোবর ২০২২, ১৪ কার্তিক ১৪২৯, ২ রবিউস সানি ১৪৪৪ হিজরি। প্রতিদিনের মতো আজও নানান ঘটনা ঘটে চলেছে দেশের আনাচে-কানাচে। কোথাও সড়ক দুর্ঘটনা তো কোথাও আবার অগ্নিকাণ্ড। এছাড়া চুরি-ডাকাতি, হত্যাকাণ্ড, গুম-খুনের মতো ঘটনা তো আছেই। এর সবই উঠে আসে সংবাদমাধ্যমে।
দৈনন্দিন জীবনে তথ্যের কোনো বিকল্প নেই। আর এ তথ্যের জোগান দেয় দেশের জাতীয় দৈনিকগুলো। দেশের দৈনিকগুলোর প্রধান সব শিরোনাম নিয়েই আমাদের নিয়মিত আয়োজন ‘আজকের পত্রিকা’।
চলুন দেখে নেয়া যাক দেশের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো-
বাংলাদেশ জার্নাল- অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প অচল হতে চলেছে ঢাকা
বাংলাদেশ জার্নাল- বিপজ্জনক পরিস্থিতিতে বিশ্ব
ইত্তেফাক- শক্তি প্রদর্শনে মাঠে বড় দুই দল
ইত্তেফাক- সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আন্দোলন করতে পারছে: প্রধানমন্ত্রী
প্রথম আলো- রাজপথে থাকবে আওয়ামী লীগও
প্রথম আলো- বস্তা, চাদর নিয়ে সমাবেশস্থলে রাত কাটালেন কর্মীরা
সমকাল- বারবার এমপি হলে এবারও মনোনয়ন পাবেন এটা হবে না
সমকাল- গাড়ি না চললে আমাদের পেটও চলে না
যুগান্তর- বাধা পেরিয়ে রংপুরমুখী নেতাকর্মীদের ঢল
যুগান্তর- আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৮ ডিসেম্বর
কালের কণ্ঠ- পথের বাধাই ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করছে কর্মীদের
কালের কণ্ঠ- বাধায় বিএনপিরই দেখছেন নেতাদের একাংশ
বাংলাদেশ প্রতিদিন- ভাঙনে বিলীন জনপদ
বাংলাদেশ প্রতিদিন- বিতর্কিত কাউকে নমিনেশন নয় পরীক্ষিতদের মূল্যায়নের তাগিদ
বণিক বার্তা- বিশ্বে ভূগর্ভস্থ কয়লার বৃহত্তম মজুদ্গুলোর অন্যতম জামালগঞ্জ
বণিক বার্তা- পরিবহন ধর্মঘটে পথে পথে ভোগান্তি
দেশ রূপান্তর- হেফাজতের দশা হবে বিএনপির
দেশ রূপান্তর- বাধা পেরিয়ে মুখর সভাস্থল
বাংলাদেশ জার্নাল/জিকে