ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মামুনুল হক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ২১:৫৮

ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মামুনুল হক
মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।

শনিবার রাতে ফেসবুকে তার ভেরিফাইড পেজে স্ট্যাটাস পোস্ট করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘সোনারগাঁওয়ের তৌহিদী জনতার প্রতি শুকরিয়া! তবে কোনো ধরণের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না!! ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

অপর এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না!!’

উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে তাকে দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত