ডুমুর ফলের উপকারিতা
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ১৮:৫৭ আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩:২৫
জনপ্রিয় শুষ্ক ফল ডুমুর। নানান গুনে ভরপুর এই ফল। ডুমুর নরম এবং মিষ্টিজাতীয় একটি ফল। অনেকেই এই ফলকে 'আঞ্জির' নামেও ডেকে থাকেন। প্রচুর পরিমাণে খাদ্যশক্তি রয়েছে এই ফলে। শুধু তাই নয় রখ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক এই ফল।
আসুন জেনে নেই ডুমুর ফলের কার্যকারিতা সম্পর্কে-
ওজন কমাতে সাহায্য করে।
চুলের যত্নে বেশ উপকারী।
হাত পায়ের নখ ভালো রাখে।
ক্যানসারের সম্ভাবনা হ্রাস করে।
ত্বকের যত্নে বেশ উপকারী একটি ফল।
হজমে সাহায্য করে।
উচ্চ রক্তচাপের সমস্যা সমাধানে সাহায্য করে।
ডুমুর ফলে রয়েছে ক্যালসিয়াম যা হাড়ের জন্য বেশ উপকারী।
বাংলাদেশ জার্নাল/এএস/এমএস