ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

ভারতে ভারী বৃষ্টিতে ৯৪ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৩  
আপডেট :
 ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৮

ভারতে ভারী বৃষ্টিতে ৯৪ জনের মৃত্যু

ভারী বৃষ্টির প্রকোপে ভারতের উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়ে গত ৪ দিনে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ঘরবাড়ি ধস, বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়েছে।

প্রবল বর্ষণে উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীর, রাজস্থান, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। আরো দুইদিন ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সরকারি সূত্রে বলা হয়েছে, শুধু উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে অন্তত ৭৩ জনের। আর বিহারে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের।

রাজস্থান ও মধ্যপ্রদেশে তুমুল বর্ষনে মৃতের সংখ্যা ছয়। জম্মু-কাশ্মীরে মৃত্যু হয়েছে এক জনের।

রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের মুখপাত্র সন্ধ্যা কুড়েল জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই ঘরবাড়ি ধস, বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া বন্যাকবলিত অঞ্চলে সাপের কামড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত