শীর্ষ গাঁজা সেবনকারী শহরের তালিকা প্রকাশ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:০১ আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:১৬
বিশ্বের শীর্ষ গাঁজা সেবনকারী শহরের তালিকায় প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইনডেক্স। এতে আশ্চর্যজনকভাবে শীর্ষ দশে রয়েছে পাকিস্তানের বন্দর নগরী করাচি এবং ভারতের রাজধানী দিল্লি ও প্রধান বাণিজ্যিক শহর মুম্বাই।
উইড ইনডেক্স-২০১৮ র্শীষক জরিপে দেখা যায়, পাকিস্তানের করাচি গাঁজা ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে স্থান পেয়েছে। ২০১৮ সালে মোট ৪১.৯৫ টন গাঁজা সেবন করেছে শহরটির অধিবাসীরা।
তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লী। এই শহরের অধিবাসীরা ৩৮.২৬ টন গাঁজা ব্যবহার করেছেন ২০১৮ সালে। এছাড়া, উইড ইনডেক্সে প্রথম স্থানে রয়েছে নিউইয়র্ক। যুক্তরাষ্ট্রের এই শহরটিতে মোট ৭৭.৪৪ টন গাঁজা সেবন করেছেন বাসিন্দারা।
এই তালিকায় সেরা ১০ শহরের মধ্যে যথাক্রমে স্থান করে নিয়েছে- লস আঞ্জেলেস, কাইরো, মুম্বাই, লন্ডন, শিকাগো, মস্কো এবং টরোন্টো।
ডিপি/