ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

মার্কিন দূতাবাসগুলোকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে ট্রাম্প প্রশাসন

  রয়টার্স

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০  
আপডেট :
 ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

মার্কিন দূতাবাসগুলোকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে।

বিষয়টি সম্বন্ধে অবগত তিনটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বহরের কর্মীবাহিনীকে ঢেলে সাজানোর যে লক্ষ্য নিয়েছেন তারই অংশ হিসেবে এই ছাঁটাইয়ের পরিকল্পনা হয়েছে।

অনেক দূতাবাসকে স্থানীয় ও মার্কিন উভয় কর্মীদের প্রত্যেক অংশ থেকে ১০ শতাংশ ছাঁটাইয়ের কথা ভেবে দেখতে বলা হয়েছে; কাদের ছেঁটে ফেলা যেতে পারে সে সংক্রান্ত তালিকাও শুক্রবারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে তারা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ই পরবর্তী পদক্ষেপ নেবে, বলেছে সূত্রগুলো।

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে কূটনীতিকদের পাশাপাশি ও নানান পর্যায়ের কর্মী থাকে। ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ডিপ্লোমেসির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে বেশিরভাগ কর্মীই যে দেশে দূতাবাস সেই স্বাগতিক দেশ থেকে নিয়োগ পায়।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগ থেকে ৬০ জনের মতো চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করেছে। অন্যান্য বিভাগেও এমন ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবিসি নিউজই প্রথম মার্কিন দূতাবাসগুলোকে যে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করতে বলা হয়েছে সে খবর দিয়েছিল।

এ প্রসঙ্গে মন্তব্য চাইলে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ কর্মী সংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করে না।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বুধবার এক নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ‘বিশ্বস্ততার সঙ্গে ও কার্যকরভাবে বাস্তবায়নে’ পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে বলেছেন।

‘ওয়ান ভয়েস ফর আমেরিকান ফরেন রিলেশন’ নামের বুধবারের এ নির্বাহী আদেশে আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের চাহিদা পূরণে ব্যর্থতাকে পেশাগত শৃঙ্খলাভঙ্গ হিসেবেও বিবেচনা করা হতে পারে, যার ফলে কর্মীদের বরখাস্তও করা হতে পারে।

বিদেশে মার্কিন উন্নয়ন সহযোগিতার প্রধান মুখ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে (ইউএসএআইডি) বন্ধ করাসহ ট্রাম্প প্রশাসনের নানান উদ্যোগ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় অস্থিরতার জন্ম দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত