ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সালমান রুশদিকে অন্ধ করে দেওয়া আততায়ীর বিচার শুরু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪  
আপডেট :
 ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬

সালমান রুশদিকে অন্ধ করে দেওয়া আততায়ীর বিচার শুরু
সালমান রুশদিকে অন্ধ করে দেওয়া আততায়ীর বিচার শুরু। ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদির ওপর ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত আততায়ী হাদি মাতারের বিচার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এনিয়ে আইনজীবীরা সোমবার (১০ ফেব্রুয়ারি) সূচনা বক্তব্য রাখেন।

চতাকুয়া কাউন্টির আদালত প্রাঙ্গনে হাদি মাতারকে আদালতকক্ষে হাজির করা হয়। বিবিসি সাংবাদিকরা জানিয়েছেন, আদালতকক্ষে ঢুকেই পাবলিক গ্যালারির উদ্দেশে মাতার বলেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক’।

মাতারের বিরুদ্ধে মঞ্চে উঠে রুশদিকে ১০ বার ছুরিকাঘাত করার অভিযোগ আছে। এই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। তার লিভারও ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানের মঞ্চে ২০২২ সালে এই ছুরি হামলার শিকার হন রুশদি।

ওইবছর অগাস্টে শাটাকোয়া ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন বুকারজয়ী এই লেখক। যখন তাকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল, তখনই এক আততায়ী দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।

১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য তিন দশকের বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন এর লেখক রুশদি। তার এই উপন্যাস বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিল এবং বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

রুশদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতার মার্কিন নাগরিক। তবে রুশদিকে হত্যাচেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।- বিবিসি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত