ঢাকা, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

গাজাকে ইসরায়েলই আমাদের হাতে তুলে দেবে: ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫

গাজাকে ইসরায়েলই আমাদের হাতে তুলে দেবে: ট্রাম্প
সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চল গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলেছেন, যুদ্ধ শেষে গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন, যেখানে তিনি বলেছেন, গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবে। তবে তার প্রশাসনিক কর্মকর্তারা এর আগে তার মন্তব্যের বিপরীতে বক্তব্য দিয়েছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ সংক্রান্ত একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে।

গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, অনেকেই সেখান থেকে উন্নত জায়গায় চলে গেছে। যেখানে তারা ভালো আছে। নতুন করে যারা যাবে তারাও ‘খুশি, নিরাপদ এবং মুক্ত’ থাকতে পারবেন।

এদিকে, গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করছে এবং ধীরগতি ও সতর্কতার সাথে গাজাকে পুনর্গঠন শুরু করবে। যেটি হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর। যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে প্রয়োজন হবে না। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই থাকবে।

ট্রাম্পের এই পুনর্বাসন পরিকল্পনাকে জাতিগত নির্মূলকরণের একটি প্রচেষ্টা হিসেবে দেখছে অনেকেই। জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলো এবং আরব নেতারা এর নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি বাস্তবে রূপ নেবে না।

সম্প্রতি কানাডা, গ্রীনল্যান্ডসহ গাজার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করার পর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তবে এক সপ্তাহের মধ্যে আবারও গাজা ইস্যুতে একই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন ট্রাম্প।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত