নাইজেরিয়ায় স্কুলে আগুন লেগে ১৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০
![নাইজেরিয়ায় স্কুলে আগুন লেগে ১৭ শিশুর মৃত্যু](/assets/news_photos/2025/02/06/image-283982-1738821165bdjournal.jpg)
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামিক স্কুলে আগুন লেগে অন্তত ১৭ শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু শিক্ষার্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার স্কুলের পাশের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত।
এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ১০-১৬ বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে।
স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। আহতদের সুস্থ হতে সাহায্য করার চেষ্টা চলছে বলেও জানায় তাঁরা।
স্কুলের অবস্থানের কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যদিও দমকলকর্মীরা ঠিক সময়ে আসলেও বাড়ির দিকে যাওয়ার রাস্তা সরু হওয়ায় পৌঁছানো কঠিন ছিল।
বাংলাদেশ জার্নাল/ওএফ