ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের
অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের। ছবি: সংগৃহীত

অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার ভারতীয় অভিবাসীদের বহনকারী প্রথম মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র ছেড়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে। অভিবাসীদের বহন করা ট্রাম্প প্রশাসনের সামরিক ফ্লাইটগুলোর মধ্যে এটি সবচেয়ে দূরের গন্তব্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানায়, সেনাবাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের ভারতে ফেরত নেয়া হচ্ছে, যেখানে পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।

পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে পাঁচ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে পাঠানো হয়েছে।

গত মাসে ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিপত্রহীন ভারতীয় অভিবাসীর সংখ্যা আরও অনেক।

পিউ রিসার্চ সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রে আনুমানিক সাত লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছে, যা মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা।

আমেরিকার নির্বাচনের আগে থেকেই অবৈধ অভিবাসন রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই এ বিষয়ে তৎপর হয়েছেন তিনি। বিনা নথিতে যারা আমেরিকায় রয়েছেন, তাদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে ট্রাম্পের প্রশাসন।

আমেরিকার এ পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। সম্প্রতি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে, যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসনে সব সময় সমর্থন করি।

গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। তার শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের হয়ে উপস্থিত ছিলেন জয়শঙ্কর। পরে আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে কিছু বৈঠকও করেন তিনি।

আমেরিকার ভিসা পেতে ভারতীয়দের চাতক পাখির মতো অপেক্ষা করে থাকার বিষয়টিও সেই সময় ট্রাম্প প্রশাসনের নজরে এনেছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত