ঢাকা, রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

৬০০ মাইল রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

  এপি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭

৬০০ মাইল রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান
ছবি: সংগৃহীত

৬০০ মাইল বা ১ হাজার কিলোমিটার রেঞ্জের অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটি দাবি করছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হবে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলি রেজা তাংসিরি জানিয়েছেন, পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি গাদর-৩৮০ মাইল টাইপ এল মিসাইল। এর রেঞ্জ ১ হাজার কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি-জ্যামিং ক্ষমতা সম্পন্ন।

ইরানের নৌবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যাবে। এটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে।

মিসাইলটি মাত্র একজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারবে বলেও তিনি দাবি করেন।

২০১১ সাল থেকেই ইরান এ ধরনের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে। ইরান দাবি করেছে, তাদের দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এ ধরনের সুবিধা রয়েছে।

ইরানের কাছে ২ হাজার কিলোমিটার রেঞ্জেরও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছে দেশটি। ওই ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত