ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

আপাতত মেনে নিয়ে ট্রাম্পের শাস্তি এড়াল কলম্বিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:২৯

আপাতত মেনে নিয়ে ট্রাম্পের শাস্তি এড়াল কলম্বিয়া
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেয়ায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা পরেই স্থানীয় সময় রোববার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, শেষ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসনের পরিকল্পনা মেনে নিয়েছে কলম্বিয়া। সে কারণে ওয়াশিংটন শাস্তিমূলক ব্যবস্থা নেবে না।

হোয়াইট হাউজ জানিয়েছে, কলম্বিয়া যতক্ষণ এই চুক্তির প্রতি সম্মান দেখাবে, ততক্ষণ তাদের ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের খসড়া আদেশগুলো সংরক্ষিত থাকবে।

রোববার দিনের শেষে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্টো মুরিলো বলেন, আমরা মার্কিন সরকারের সঙ্গে অচলাবস্থা কাটিয়ে উঠেছি। আজ সকালে কলম্বিয়ার যেসব নাগরিক প্রত্যাবাসন ফ্লাইটে দেশে পৌঁছাতে চান, তাদের সুবিধার্থে প্রেসিডেন্টের বিমান প্রস্তুত রয়েছে।

রয়টার্স লিখেছে, ট্রাম্প প্রশাসন যে শাস্তিমূলক ব্যবস্থার খসড়া তৈরি করেছিল, তাতে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ছিল, যা এক সপ্তাহের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছিল। পাশাপাশি কলম্বিয়া সরকারের কর্তাব্যক্তিদের ভিসা বাতিল এবং ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্যাংকিং ও আর্থিক খাতের ওপর নিষেধাজ্ঞার কথা ছিল খসড়ায়।

ট্রাম্প এও হুমকি দিয়েছিলেন, কলম্বিয়ার নাগরিক ও পণ্যের ক্ষেত্রে বাড়তি তল্লাশির নির্দেশনা দেবেন তিনি।

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কলম্বিয়া, আর যুক্তরাষ্ট্রই কলম্বিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অভিবাসী বহনে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইট ব্যবহার পরিকল্পনার নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, হাতকড়া পরা আমেরিকানদের যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে তিনি কখনোই অভিযান চালাবেন না।

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্টে তিনি লেখেন, আমরা নাৎসিদের বিপরীত। তবে তিনি এও বলেছিলেন, বিতাড়িত অভিবাসীদের বেসামরিক বিমানে দেশে পাঠানো হলে স্বাগত জানাবে কলম্বিয়া। তাদের ‘সম্মানজনক প্রত্যাবর্তন’ এর জন্য তিনি তার প্রেসিডেনসিয়াল উড়োজাহাজ ব্যবহারের প্রস্তাব দেন।

বিবিসি লিখেছে, পেত্রো দাবি করেছেন, ১৫ হাজার ৬৬৬ জন আমেরিকান অবৈধভাবে কলম্বিয়ায় আছেন।

ট্রাম্প অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং গত সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাপক ধর-পাকড় শুরু হয়েছে।

তিনি মার্কিন সামরিক বাহিনীকে সীমান্ত সুরক্ষায় সহায়তা করার নির্দেশ দিয়েছেন এবং ভিনদেশিদের আশ্রয় প্রশ্নে বিস্তৃত নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম দেয়া অবৈধ অভিবাসীর সন্তানকে নাগরিকত্ব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত