ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে যেমন সাজে আম্বানি দম্পতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪০
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের স্মরণীয় জয়ের মাধ্যমে হোয়াইট হাউজে তার দ্বিতীয় যুগ শুরু হচ্ছে। স্থানীয় সময় ২০ জানুয়ারি (সোমবার) দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ উপলক্ষে ওয়াশিংটনে সাজ সাজ রব। সেই সাথে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহর।
শপথ উপলক্ষে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, ধনকুবের ও প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনীরা ওয়াশিংটনে হাজির হয়েছেন। ভারত থেকে এরই মধ্যে সেখানে গেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তার স্ত্রী রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নিতা আম্বানি।
নীতা আম্বানি সবসময়ই তার অনন্য ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত। অনুষ্ঠানে নীতার অনন্য ফ্যাশন এবং রুচিশীল সাজসজ্জা আবারও প্রমাণ করল তার ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি। তিনি কেবল একজন শিল্পপতি পরিবারের সদস্যই নন, বরং শৈলীর প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত। কাঞ্জিভরম সিল্কের শাড়ি এবং ঐতিহ্যবাহী গয়না পরে নীতা ভারতীয় সংস্কৃতির চমৎকার প্রতিফলন ঘটিয়েছেন।
নীতা আম্বানি পরেছিলেন কালো রঙের কাঞ্জিভরম সিল্কের শাড়ি, যা সোনালি জরির টেম্পল ডিজাইনে সজ্জিত। শাড়ির দুই ধারে ছিল ফুশিয়া পিঙ্ক ও এমারেল্ড গ্রিন রঙের সরু পাড়। শাড়ির সঙ্গে মিলিয়ে কালো ভেলভেটের গলাবন্ধ, লম্বাহাতা ব্লাউজ পরেছিলেন তিনি, যার হাতায় ছিল বিড্সের কাজ। এর উপর তিনি পরেছিলেন কালো রঙের লম্বা ঝুলের কোট।
গয়না বেছে নেওয়ার ক্ষেত্রেও দেখা গিয়েছে নীতার পরিশীলিত রুচি। তার পরনে ছিল হিরা, চুনি ও পান্নাখচিত একটি হার, যার কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রায় ২০০ বছরের পুরনো টিয়াপাখির আকারের পান্নার লকেট। কানে ছিল হিরা ও পান্নাখচিত দুল, হাতে ঝলমলে হিরার চুড়ি। এছাড়া আঙুলে একটি হিরার আংটিও দেখা যায় তার।
মেকআপ এবং হেয়ারস্টাইলেও নীতা তার সহজতাকে বজায় রেখেছেন। হালকা মেকআপ, ছোট্ট টিপ, আইলাইনার, কাজল, ন্যুড লিপস্টিক আর দু’গালে হালকা লালচে আভা। সুশোভিত ভ্রুযুগল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিলো। তার খোঁপায়ও ছিল এক ধরনের পরিমিতি, যা তাকে মানানসই সৌন্দর্য দান করেছে।
অন্যদিকে, মুকেশ আম্বানি এই অনুষ্ঠানে বেছে নিয়েছিলেন খাঁটি পশ্চিমা পোশাক। কালো স্যুট, সাদা শার্ট আর গাঢ় লাল টাই পরা তার চেহারায় ছিল সরল অথচ অভিজাত ভাব।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতোমধ্যে সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানি।
শপথ অনুষ্ঠানের একদিন আগে গতকাল রোববার ওয়াশিংটন ডিসিতে তারা ট্রাম্পের সঙ্গে ক্যান্ডেললাইট ডিনারে হাজির হন। সেখানে ট্রাম্প, মুকেশ আম্বানি ও নিতা আম্বানি হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে। এ ছাড়া ওই নৈশভোজে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও হাজির ছিলেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দায়িত্বের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা।
ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।
বাংলাদেশ জার্নাল/এফএম