ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে চালু হলো টিকটক, ট্রাম্পকে ধন্যবাদ চিনা সংস্থার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১০:০৯

যুক্তরাষ্ট্রে চালু হলো টিকটক, ট্রাম্পকে ধন্যবাদ চিনা সংস্থার
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রে ফের চালু হল টিকটিক। প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন পদে বসে টিকটকের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। এবং অ্যাপটি চালু রাখার আবেদন জানানো হয় সব প্রযুক্তি সংস্থাকে। এর ফলেই রোববার (১৯ জানুয়ারি) চালু হয়েছে জনপ্রিয় এই সোশাল মিডিয়া অ্যাপ।

সোমবার (২০ জানুয়ারি) বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন যে সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের পরেই তিনি টিকটক পুনর্বহালে নির্বাহী আদেশে সই করবেন। এমনটি বলার পরেই যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকটক চালু হয়েছে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে টিকটক চালু হওয়ার পর ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, ধন্যবাদ ট্রাম্প। এ ছাড়া এক বিবৃতিতে টিকটক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে।

এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন টিকটকের প্রধান নির্বাহী শৌ চিউ।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন বাইডেনের আইনপ্রণেতারা।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত