শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
অভিষেকের আগে নিজের ক্ষমতায় ফেরা উদযাপনের জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। একদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার ডনাল্ড ট্রাম্প।
শনিবার সন্ধ্যায় তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে নামেন।
সঙ্গে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমান বাহিনীর একটি স্পেশাল ফ্লাইটে ফ্লোরিডার পাম বিচের বাড়ি থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প। স্পেশাল ওই ফ্লাইটটি ট্রাম্পকে নিয়ে ভার্জিনিয়ার ডালস বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে ওয়াশিংটনের ভার্জিনিয়ার স্টার্লিং গলফ ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে।
শপথ গ্রহণের আগে রোববার (১৯ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সঙ্গে একটি সমাবেশে যুক্ত হবেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এছাড়া সোমবার শপথ গ্রহণের পরেও একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসের ২০ তারিখ নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়। এক্ষেত্রে স্থানীয় সময় সোমবার আগামী মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।
বাংলাদেশ জার্নাল/এমপি