অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:২৩
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির দুর্নীতি তদন্ত সংস্থা-সিআইও। গত মাসের শুরুতে সামরিক আইন জারি নিয়ে দেশটিতে কয়েক সপ্তাহের রাজনৈতিক অচলাবস্থার পর বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
ইউন এক বিবৃতিতে বলেছেন, তাকে গ্রেপ্তারে বুধবার ভোর থেকে তিন হাজারের বেশি পুলিশ তার বাসভবন ঘিরে রাখে। সহিংসতা এড়াতে আত্মসমর্পণ করেন তিনি।
তিনি বিবৃতিতে আরও বলেছেন, আজ আমি যখন তাদের দমকল বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেখলাম, তখন আমি সিআইওর তদন্তে সাড়া দেয়ার সিদ্ধান্ত নিই। এটি একটি অবৈধ তদন্ত, তারপরও রক্তপাত এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছি।
বিবিসি লিখেছে, বিদ্রোহের অভিযোগে তদন্তের মুখে থাকা ইউনই দেশটির প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি গ্রেপ্তার হলেন।
এই তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করা হলেও ইউন তা অগ্রাহ্য করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানায় গত ৩ জানুয়ারিই তাকে গ্রেপ্তারের চেষ্টা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়।
রয়টার্স লিখেছে, বুধবার সকালে ইউনকে গাড়িতে করে তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়ে যেতে দেখা যায়। কর্তৃপক্ষ এখন ইউকে জিজ্ঞাসাবাদ করতে ৪৮ ঘণ্টা সময় পাবে। এরপরে তাকে ২০ দিন পর্যন্ত আটক রাখতে বা তাকে মুক্তি দেয়ার জন্য আদালতের পরোয়ানা চাইতে হবে।
আইনজীবীরা বলেছেন, ইউনকে আটক করার চেষ্টা ‘অবৈধ’, তাকে ‘প্রকাশ্যে অপমান করার জন্য’ এই পথ বেছে নেয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ