ঘুষ মামলায় নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প
বিবিসি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৩৪
ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিঃশর্ত খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে তার সাজা ঘোষণার শুনানি হয়েছে শুক্রবার। রায়ে ট্রাম্প এ মামলায় জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন।
আদালতের শুনানিতে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেন ট্রাম্প। পাশে ছিলেন তার আইনজীবী।
বিবিসির আদালত প্রতিবেদক জানিয়েছেন, নিউইয়র্কের একটি আদালতে মামলার রায় ঘোষণার সময় ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প তাঁর আইনজীবীর পাশে পাথরের মতো মুখ করে বসে ছিলেন।
আগেই ধারণা করা হয়েছিল, জেল ও জরিমানা থেকে রেহাই পেতে পারেন ট্রাম্প। বিচারক শেষ পর্যন্ত সেই রায়ই দিলেন।
ট্রাম্প আদালতকে বলেছিলেন, এটি (মামলা) খুবই ভয়াবহ অভিজ্ঞতা। অন্যদিকে তাঁর আইনজীবী আদালতকে বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে অহেতুক অভিযোগগুলো দায়ের করা হয়েছিল।
রায় ঘোষণার সময় বিচারক মারচান বলেন, ‘এটি সাধারণ কোনো মামলা ছিল না। এর ওপর অনেকের নজর ছিল। তবে আদালতের কাছে যেকোনো মামলাই সাধারণ।’
গত মে মাসে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার সঙ্গে সম্পর্কিত ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিল।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ ড্যানিয়েলসের হাতে তুলে দিয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এনবি