ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

লস অ্যাঞ্জেলেসে দাবানল

মনে হচ্ছে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে: রবার্ট লুনা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:১২  
আপডেট :
 ১০ জানুয়ারি ২০২৫, ১৩:২২

মনে হচ্ছে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে: রবার্ট লুনা
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি সেবা বিভাগের কর্মীরা হিমশিম খাচ্ছেন। তবে দাবানলের কারণে তাদের রোবোটিক প্ল্যানেটারি এক্সপ্লোরেশনের প্রধান কেন্দ্র জেট প্রপালশন ল্যাব বা জেপিএল বন্ধ করতে বাধ্য হয়েছে নাসা। এদিকে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি-ঘর ও গাড়ি। এরই মধ্যে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে।

স্পেসডটকম এক প্রতিবেদনে লিখেছে, ইটন কাউন্টিতে দাবানলের আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের ঠিক উত্তরে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে অবস্থিত জেপিএল সাময়িকভাবে নাসা বন্ধ করেছে।

জেপিএল-এর পরিচালক লরি লেশিন স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক এক্স পোস্টে লিখেছেন, জরুরি বিভাগের কর্মী ছাড়া বন্ধ রয়েছে জেপিএল। এখন পর্যন্ত আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কেন্দ্রটির। তবে দাবানলটি ল্যাবের খুব কাছেই। শত শত জেপিএল কর্মীকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং অনেকে ঘরবাড়ি হারিয়েছেন দাবানলে।

জেপিএল যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থায়নে চললেও এটি পরিচালনা করে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। নাসার অনেক হাই-প্রোফাইল রোবোটিক মিশন পরিচালনা করে এই কেন্দ্রটি।

জেপিএল পরিচালিত কার্যক্রমের মধ্যে রয়েছে পার্সিভ্যারেন্স, মার্স রোভার কিউরিওসিটি ও পাঁচশ কোটি ডলারের ইউরোপা ক্লিপার, যেটি সম্প্রতি চালু হয়েছে বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপাতে অনুসন্ধানের জন্য।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, ‘...(মনে হচ্ছে) এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে।’

দাবানল আরও বাড়বে কি না, সে সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, তিনি প্রার্থনা করছেন, যাতে তেমনটা না হয়।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত