ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ৫

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:২৭

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ৫
দাবনলে এক হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১৫ হাজার একরের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। দাবনলে এক হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গেছে অনেক যানবাহন। এ পরিস্থিতিতে বুধবার এক লাখেরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে বলে রয়টার্স জানিয়েছে।

মঙ্গলবার দাবানল শুরু হওয়ার পর থেকে প্রায় বাধাহীনভাবে ছড়িয়েছে।হারিকেনের শক্তি নিয়ে বইতে থাকা বাতাস দমকল কর্মীদের জন্য প্রবল বাধা হয়ে উঠেছে আর আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করছে।

চারটি এলাকায় জ্বলতে থাকা এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে। দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে, একই সময়ে তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে।

লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় দাবানলটি প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। সেখানে ১০ হাজার একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আশপাশের অন্য এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। বাসিন্দাদের অনেকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।

দাবানল শুরু হওয়ার আগেই মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) এই সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বেশিরভাগ অঞ্চলে সতর্কতা জারি করেছিল।

বিশেষ করে শুষ্ক আবহাওয়া এবং অগ্নিসংবেদনশীল গাছপালাকে এ অবস্থার জন্য দায়ী করা হয়। বর্তমানে দাবানলে প্রভাব এতটাই যে, নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও দাবানল নিয়ন্ত্রণ করতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত