কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮
ভারতের কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছে ২২০ জন বাংলাদেশি যাত্রী। তারা মালোশিয়া থেকে ঢাকা ফিরছিলেন। কিন্তু ঘন কুয়াশার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য হয় বিমানটি।
জানা যায়, গত রোববার দিবাগত (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালোন্দ এয়ারে (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
যাত্রীদের অভিযোগ, ১৫ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি।
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন-কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আছেন। প্রত্যেক যাত্রীকে খাদ্য পানি ও অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে।
বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদরদপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি।
অফিসিয়ালি বিবৃতি না দিলেও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, কুয়ালালামপুর বিমান বন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টায় 'ম্যালিন্দো এয়ার' ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে ছাড়ে। সব ঠিক থাকলে বিমানটির ভোরের দিকে ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকে রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাতে বিমানবন্দরেই অবস্থান করবে বাংলাদেশি যাত্রীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেবে ম্যালিন্দো এয়ার।
বাংলাদেশ জার্নাল/এফএম