সিরিয়ায় আসাদের আমলের এক গণকবরেই ১ লাখ লাশ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:২১
রাজধানী দামেস্কের বাইরের একটি গণকবরে অন্তত ১ লাখ লোককে সমাহিত করা হয়েছে বলে দাবি করেছে, সিরিয়া নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স। সোমবার (১৬ ডিসেম্বর) এমন চাঞ্চল্যকর তথ্য দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে রয়টার্স এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
সংস্থাটির প্রধান মুয়াজ মোস্তাফা রয়টার্সকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে বলেন, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল-কুতাইফাহে অবস্থিত এই গণকবরটি পাঁচটি গণকবরের একটি। কয়েক বছর ধরে কাজ করে তিনি এসব গণকবর চিহ্নিত করেছেন বলে দাবি করেছেন।
মোস্তাফার দাবি, এই গণকবরে যে এক লাখ লোককে সমাহিত করা হয়েছে- এটি কম অনুমান। এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানান তিনি।
সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধানের দাবি, তার চিহ্নিত করা পাঁচটি গণকবরের চেয়ে আরও অনেক গণকবর আছে। এসব গণকবরে শুধু সিরিয়ানরা নয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের নাগরিকদের লাশও আছে।
তবে রয়টার্স বলছে, মোস্তাফার এসব দাবির সত্যতা তারা যাচাই করতে পারেনি।
২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করা হয়। সেইসময়ে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ধারণা করা হয়, সিরিয়ার গৃহযুদ্ধে কয়েল লাখ লোকের প্রাণহানি ঘটেছে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ