জেলেদের ফেরত দেয়া-নেয়া নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১
বাংলাদেশ ও ভারত অন্য দেশের জলসীমায় ঢুকে পড়া জেলেদের নিজের দেশে ফিরিয়ে দেওয়া এবং ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা শুরু করেছে। এর মধ্যে বাংলাদেশের ৯২ জন জেলে ভারতে আর ভারতের ৯৫ জন জেলে বাংলাদেশে আটক রয়েছেন।
এর আগে গতকাল রোববার ভারতে আটক বাংলাদেশের ৯২ জেলেকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কোষ্ট গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে গত ৯ ডিসেম্বর দুপুরে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের মাছ ধরা জাহাজ দুটি ৮০ নাবিকসহ ধরে নিয়ে যাওয়া হয়।
ভারত বলেছে, বাংলাদেশের নৌযান দুটি খুলনা বেল্টের হিরণ পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জলসীমায় ঢুকে পড়েছে। এ জন্য নৌযান দুটি নাবিক ও জেলেসহ আটক করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে ১২ জন জেলে ভারতীয়দের হাতে আটক হয়। বাংলাদেশের ৯২ জন জেলে ও নাবিক ভারতে আটক রয়েছেন। অন্যদিকে গত কয়েক মাসে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় এখন পর্যন্ত ভারতের ৯৫ জন জেলে ও নাবিককে আটক করা হয়েছে। তাদেরকে খুলনা ও বাগেরহাটসহ কয়েকটি জেলায় আটক রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভায় দুই দেশের নাবিকদের জেলেদের বিনিময় বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ যেমন এ দেশের জেলে ও নাবিকদের ফেরত চেয়েছে ভারতও এখানে আটক তাদের জেলে ও নাবিকদের ফেরত চাইছে।
দুই দেশ জেলেদের ফেরত দেওয়া–নেওয়া নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু করেছে। এখন কীভাবে এবং কবে তা শেষ হবে সে বিষয়টি চূড়ান্ত করতে হবে দুই পক্ষকে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এফএম