ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯

গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত ৪৪৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানায়, গাজা সিটির আল-জালা সড়কের একটি আবাসিক ভবনে বিমান থেকে ফেলা বোমায় নারী ও শিশুসহ সাতজন নিহত হন। গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নেয়া আরেকটি বাড়িতে বোমা হামলায় আরও ১৫ জন নিহত হন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ত্রাণ বিতরণকারী লোকজনের ওপর চালানো আরেকটি বোমা হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।

চিকিৎসা কর্মীরা জানান, এর আগে রাফায় চালানো আরেকটি হামলায় অন্তত ৩০ জন আহত হন, এদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। রাফার নিকটবর্তী শহর খান ইউনিসে ত্রাণ সরবরাহের নিরাপত্তায় নিয়োজিত আরেকদল লোকের ওপর পৃথক ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হন। এসব সংবাদের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামাসের সূত্রগুলো ও চিকিৎসা কর্মীরা রয়টার্সকে জানান, গাজার ক্ষুধার্ত বাসিন্দাদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাকগুলো ফিলিস্তিনি ছিটমহলটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই সশস্ত্র অপরাধী দলগুলো সেগুলো ছিনতাই করে নিচ্ছে, তাদের ঠেকাতে হামাস একটি টাস্ক ফোর্স গঠন করেছে। গত কয়েক মাসে হামাসের নেতৃত্বাধীন এই বাহিনী এসব অপরাধী দলের দুই ডজনেরও বেশি সদস্যকে হত্যা করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ত্রাণ ট্রাকের নিরাপত্তায় নিয়োজিত অন্তত ৭০০ পুলিশ ইসরায়েলি সামরিক হামলায় নিহত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত