প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২১:১৯
ফিলিপাইনে নিজের কিছু হলে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকেও ‘হত্যার সরাসরি হুমকি’ দিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে হত্যা করার জন্য একজন ঘাতককে চুক্তিবদ্ধ করেছেন, যদি তিনি নিজে নিহত হন। এটি কোনো রসিকতা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২৩ নভেম্বর) প্রকাশ্য সারা দুতার্তে বলেন, আমি একজনের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, যদি আমাকে হত্যা করা হয় তাহলে বংবং মার্কোস, ফার্স্ট লেডি লিজা আরানেতা এবং স্পিকার মার্টিন রোমুয়ালদেজকে হত্যা করবে। এটি তামাশা নয়। কোনো রসিকতা নয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে বিভেদ বৃদ্ধির নাটকীয় লক্ষণ ফুটে উঠেছে। প্রাক্তন রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তের কন্যা সারা দুতার্তে প্রেসিডেন্ট বংবং মার্কোস, স্ত্রী লিজা আরানেতা-মার্কোস এবং রাষ্ট্রপতির মিত্র এবং চাচাতো ভাই হাউস স্পিকার মার্টিন রোমুয়ালদেজের ব্যাপক সমালোচক। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্নীতি, অযোগ্যতার অভিযোগ তোলেন। দুতার্তে পরিবার এবং এর ঘনিষ্ঠ সমর্থকদের রাজনৈতিকভাবে নিপীড়নের অভিযোগও অঢেল। সারা মার্কোসের হত্যা সংশ্লিষ্ট হুমকির বিষয়টি ফিলিপাইনের দণ্ডবিধির অধীনে অপরাধ হিসাবে গণ্য হতে পারে। এ জন্য হতে পারে জেল ও জরিমানা।
এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট বেশ অশালীন ভাষায় বলেন, এই দেশ জাহান্নামে যাচ্ছে কারণ আমরা এমন এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছি, যিনি জানেন না কীভাবে প্রেসিডেন্ট হতে হয়। আর তিনি মিথ্যাবাদী। আমি বললাম (ঘাতককে), যতক্ষণ না তুমি তাদের হত্যা করবে, ততক্ষণ থামবে না। তারপর সে হ্যাঁ বললো।
এদিকে, সারা দুতার্তের এমন হুমকির প্রেক্ষিতে প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস অফিস এক বিবৃতিতে বলেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের ভিত্তিতে নির্বাহী সচিব ‘এই সক্রিয় হুমকিকে’ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি কমান্ডের কাছে তাৎক্ষণিক যথাযথ পদক্ষেপের জন্য বলেছেন। প্রেসিডেন্টের জীবনের প্রতি যে কোনো হুমকিকে সবসময় গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতির বিষয়ে মন্তব্যের অনুরোধে দুতার্তের কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
রোমুয়ালদেজ এবং মার্কোসের সাথে জোটবদ্ধ প্রতিনিধি পরিষদের সদস্যরা সারা দুতার্তের চিফ অফ স্টাফ জুলেইকা লোপেজকে আটক করা হয়। এরপর থেকে নতুন করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার বিরুদ্ধে বাজেটের সম্ভাব্য অপব্যবহার সংশ্লিষ্ট কংগ্রেসনাল তদন্তে বাধা দেয়ার অভিযোগ তোলা হয়েছিল। পরে লোপেজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও তাকে একটি মহিলা কারাগারে আটকে রাখার পরিকল্পনা করা হয়।
রাজনৈতিক বিভাজনের মধ্যে, সামরিক প্রধান জেনারেল রোমিও ব্রাওনার আশ্বাস দিয়ে একটি বিবৃতি জারি করেছেন। এতে বলা হয়েছে, ‘ফিলিপাইনের ১৬০,০০০ সদস্যের সশস্ত্র বাহিনী আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বেসামরিক কর্তৃত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে’ নির্দলীয় থাকবে।
ব্রাউনার বলেন, আমরা সবাইকে শান্ত হওয়ার ও সমাধানের আহ্বান জানাচ্ছি। যারা ফিলিপিনো হিসাবে আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা আমরা পুনর্ব্যক্ত করছি।
বাংলাদেশ জার্নাল/কেএইচ