ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের নয়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

  আন্তর্জাতিক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৮

যুক্তরাষ্ট্রের নয়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
যুক্তরাষ্ট্রের নয়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, বেসেন্ট মার্কিন কি স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, স্কট আমেরিকার জ্বালানি আধিপত্যকে পুনরায় নিশ্চিত করতে চান এবং বিশ্বাস করেন যে, মার্কিন বাজেটের ঘাটতি মোকাবিলা করা প্রয়োজন।

ট্রাম্পের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্কট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসাবে ব্যাপকভাবে সম্মানিত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন সোনালী যুগের সূচনা করতে সাহায্য করবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে মিত্র ও প্রতিপক্ষের ওপর একইভাবে শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। স্কট এই প্রতিশ্রুতিকে সমর্থন করে আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা কমাতে পারবেন কি না সেটি এখন দেখার বিষয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত