ইমরান খানকে ক্ষমতাচ্যুতের পেছনে সৌদি আরবের ভূমিকা রয়েছে: বুশরা বিবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২১:২৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২১:৪৯
ইমরান খানের সরকার পতনে সৌদি আরব ভূমিকা রেখেছে- এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তবে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) এক বিরল ভিডিও বার্তায় বুশরা বিবি দাবি করেন, ইমরান খানের মদিনা সফরের সময় সৌদি কর্মকর্তারা তাকে অপমান করেছেন। তিনি বলেন, ‘যখন ইমরান মদিনায় খালি পায়ে গিয়েছিলেন, তখন বাজওয়া তাদের (সৌদি কর্মকর্তাদের) ফোন পেতে শুরু করেন। তারা বাজওয়াকে বলেছিল, ‘এই ব্যক্তি কে যে আপনি সঙ্গে এনেছেন? আমরা এমন ব্যক্তিত্ব চাই না।’ এরপর থেকেই তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এবং ইমরানকে ইহুদি এজেন্ট বলতে শুরু করে।
বুশরা বিবির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাজওয়া বলেন, সৌদি আরব পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী। তারা সবসময় পাকিস্তানকে সমর্থন দিয়ে এসেছে, এমনকি পিটিআই সরকারের সময়ও। বুশরা বিবির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে এমন অভিযোগ আনা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার জন্য এমন মিথ্যা অভিযোগ উত্থাপন দুঃখজনক।
বুশরা বিবির বক্তব্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, সৌদি আরবকে রাজনৈতিক লাভের জন্য টার্গেট করা দুঃখজনক। এটি একটি হতাশাজনক মানসিকতার প্রকাশ।
প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বুশরার বক্তব্যকে পাকিস্তানের রাজনীতির ‘নিকৃষ্টতম রূপ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের রাজনীতি এমন স্তরে কখনও নামেনি। পিটিআই ডুবন্ত নৌকায় পরিণত হয়েছে এবং এই বক্তব্য শুধুমাত্র তা রক্ষা করার প্রচেষ্টা।
ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র তার সরকার পতনে ভূমিকা রেখেছে। এ বিষয়ে তিনি একটি সাইফারের (গোপন কাগজ) কথা উল্লেখ করেছিলেন, যা যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে সম্পর্কিত ছিল।
বুশরা বিবির সাম্প্রতিক বক্তব্য কেবল রাজনৈতিক বিতর্ককেই উস্কে দেয়নি, বরং পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র : জিও নিউজ, দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
বাংলাদেশ জার্নাল/এমপি