রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৮:৩৪
রুশ বাহিনীর হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
বুধবার (২০ নভেম্বর) কাতারভিত্তক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রুশ বিমান হামলা হতে পারে এমন তথ্য পাওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে বিমান হামলাজনিত সতর্কসংকেত ঘোষণা করামাত্রই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস।
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ জানায়, আজ (বুধবার) বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছে তারা। এ জন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেয়া হয়েছে। সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এ হামলা চালানো হয়। এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে দেশটি। তাই এ হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/কেএইচ