ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১২:৫৪

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ম্যানহাটনের আলাদা তিনটি জায়গায় গৃহহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আমেরিকান সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণশ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন। দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সিচালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা, ছুরিকাঘাতের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি বলে উল্লেখ করেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, আটক ব্যক্তি ফৌজদারি মামলার সাজাপ্রাপ্ত। এ নিয়ে আটবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ছুরি হামলার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বিনা উসকানিতে হামলা চালিয়েছেন।

এর আগে, দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়ন্সে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার এক ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আলাদা বন্দুক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত