ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ট্রাম্পের জয়ের জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১২:২২

ট্রাম্পের জয়ের জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের হারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, বাইডেন নির্বাচন থেকে আগেই সরে গেলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।

নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পেলোসি বলেন, যদি প্রেসিডেন্ট বাইডেন আরও আগে সরে দাঁড়াতেন, তাহলে প্রার্থী বাছাইয়ের জন্য প্রতিযোগিতার সুযোগ থাকত। যুক্তরাষ্ট্রের সময় গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়।

ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট বাইডেন আবার প্রার্থী হওয়ার ঘোষণা দিলে দলটি আর কোনো প্রার্থী বাছাই করেনি। কিন্তু নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দিলে দলটি কিছুটা বিপদে পড়ে যায়।

কারণ যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। সেখানে বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পরই তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করা হয়। এ ঘটনার জন্য বাইডেনের সমালোচনা করেছেন ন্যান্সি পেলোসি।

তবে ন্যান্সি পেলোসি এও বলেন, প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা হ্যারিস জিততেন বলে তিনি মনে করেন। তিনি বলেন, হয়তো কমলা আরও বেশি শক্তিশালী হতেন। জনগণের আরও কাছে যেতে পারতেন।

পেলোসি বলেন, বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। যদি সবকিছু আরও আগে ঘটত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।

সূত্র: বিবিসি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত