ঢাকা, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আমি কোনো যুদ্ধ শুরু করবো না, যুদ্ধ থামাবো: ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩২  
আপডেট :
 ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৭

আমি কোনো যুদ্ধ শুরু করবো না, যুদ্ধ থামাবো: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চার বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল দাবি করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি কোনো যুদ্ধ শুরু করবো না, আমি যুদ্ধ থামাবো। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডা পাম বিচে নিজেকে বিজয়ী ঘোষণা করে এক বক্তব্যে ট্রাম্প বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে ‘নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন’ হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

এ সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘ফার্স্ট লেডি’ বলে উল্লেখ করেন। তিনি তার বইয়ের প্রশংসা করে বলেন, তার ‘দেশের এক নম্বর বেস্ট সেলার’ আছে। ট্রাম্প বলেন, তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।

এছাড়া জনতা স্লোগান দেয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসাবেও এসময় আখ্যায়িত করেন।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত