যুক্তরাষ্ট্রের নির্বাচনি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:০৫
যুক্তরাষ্ট্রে আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এদিকে আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। এমতাবস্থায় দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইলেকশন অফিসিয়ালস এর প্রধান প্রোগ্রাম অফিসার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি নির্বাচনি কর্মকর্তাদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
স্কাই নিউজে এই নির্বাচনি কর্মকর্তা জানিয়েছেন, তাদের সুরক্ষা দেয়ার জন্য ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে।
কর্মকর্তা ট্যামি প্যাট্রিক জানান, বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ৪০ শতাংশ নির্বাচনি কর্মকর্তা হুমকি পেয়েছেন অথবা গালাগালির শিকার হয়েছেন। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্নাইপার মোতায়েন করা হয়েছে, কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে এবং বুলেট প্রুফ জ্যাকেট সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনি কর্মকর্তাদের শুধু তাদের ও তাদের কর্মীদের রক্ষা করতেই এমন ব্যবস্থা নিতে হয় তা না, তাদের ব্যালটও রক্ষা করতে হয়। আমরা কেভলার ভেস্ট পরা থেকে শুরু করে গুলি প্রতিরোধী জ্যাকেট, সবকিছু নিয়েই কথা বলছি।
তিনি আরও বলেন, অ্যারিজোনার ম্যারিকোপা কাউন্টির কর্তৃপক্ষ তাদের ভোট গণনা কেন্দ্রগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে।
তবে সবকিছুর পরও পুরো নির্বাচনজুড়ে নিরাপত্তা বজায় রাখতে তারা পারবেন বলে প্রত্যয় জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জার্নাল/আরএইচ