বতসোয়ানায় ৫৮ বছর পর ডেমোক্র্যাটিক পার্টির পরাজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৮:৩৬
আফ্রিকার দেশ বতসোয়ানার জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল 'বতসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি' প্রায় ছয় দশক ক্ষমতায় থাকার পর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
প্রেসিডেন্ট মোকগউইৎসি মাসিসি পরাজয় মেনে নিয়ে ‘সরে দাঁড়াবেন’ বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে ৫৮ বছর পর বতসোয়ানায় ক্ষমতার পালাবদল ঘটছে।
শুক্রবার (১ নভেম্বর) নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, বিরোধী আরেক দল বতসোয়ানা কংগ্রেস পার্টি সাতটি আসন এবং বতসোয়ানা প্যাট্রিয়টিক ফ্রন্ট পাঁচটি আসন পেয়েছে, যেখানে ক্ষমতাসীন বিডিপি মাত্র তিনটি আসন পেয়েছে। অর্থাৎ বিডিপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে পরাজিত হয়েছে। চতুর্থ স্থানে থাকা ক্ষমতাসীন বতসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি অবস্থা দেখে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট।
রাজধানী গ্যাবোরোনে এক সংবাদ সম্মেলনে মোকগউইৎসি মাসিসি বলেন, জনগণের চোখে আমরা অনেক সময় ভুল করেছি। আমরা আমাদের পরাজয়ের বার্তা সম্পর্কে নিশ্চিত ছিলাম। আমি বিরোধীদের তাদের জয়ের জন্য অভিনন্দন জানাই। আমি এই নির্বাচন মেনে নিতে চাই।
জানা গেছে, বতসোয়ানার নির্বাচনী ব্যবস্থায় আইনসভার ৬১টি আসনের মধ্যে ৩১টি আসনে প্রথম যে দল আসবে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। তারাই প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীকে বসান এবং সরকার গঠন করেন। ১৯৬৬ সাল থেকে হীরা সমৃদ্ধ দক্ষিণ আফ্রিকার দেশটি শাসন করছে বতসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি। এবারও আশা করা হয়েছিল তারা জয়ী হবে। তবে নির্বাচনে এগিয়ে আছে প্রধান বিরোধী দল আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জ (ইউডিসি)। শক্তিশালী ব্যবধানে এগিয়ে থাকা দলটির নেতা দুমা বোকো প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোকগউইৎসি মাসিসি মাসিসি জানিয়েছেন, তিনি দুমা বোকোকে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি পরাজয় স্বীকার করছেন।
প্রসঙ্গত, ৫৪ বছর বয়সী বোকো ২০১২ সালে বিডিপির বিরুদ্ধে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে ইউডিসি দল গঠন করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন তিনি। এর আগে ২০১৪ ও ২০১৯ সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বাংলাদেশ জার্নাল/কেএইচ