নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৪৮ আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৫০
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫০ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে হাইওয়েতে ভ্রমণ করার সময় ট্যাঙ্কার চালক গাড়ির নিয়ন্ত্রণ হারানোর পরে জিগাওয়া রাজ্যে তাউরাতে ট্যাঙ্কারটি উল্টে যায়। এসময় কয়েক ডজন লোক জ্বালানি সংগ্রহ করতে গাড়িটির কাছে ছুটে আসে।
তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।
তিনি আরও জানিয়েছেন, উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন স্থানীয় লোকজন। পরে এতে বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আর এতেই ঘটনাস্থলেই ৯০ জনের মৃত্যু হয়।
এর আগে গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রাণঘাতী ট্যাংকার দুর্ঘটনা বেশ সাধারণ বিষয়। দেশটির অনেক জায়গায় ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় না এবং কার্গো পরিবহনের জন্য একটি কার্যকর রেলওয়ে ব্যবস্থারও অভাব রয়েছে।
এ ধরনের দুর্ঘটনার পর মানুষ সাধারণত কাপ বা বালতি দিয়ে জ্বালানি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। নাইজেরিয়ার ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের মধ্যে এই চর্চা আরো বেড়েছে। গত বছরের শুরু থেকে দেশটিতে জ্বালানি মূল্য তিনগুণ বেড়েছে। কারণ, ব্যয়বহুল গ্যাস ভর্তুকি বাতিল করেছে দেশটির সরকার।
বাংলাদেশ জার্নাল/এসবিটি