ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রাশিয়ার ককেশাস অঞ্চলে বন্দুকধারীদের গুলি, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৬:২৮

রাশিয়ার ককেশাস অঞ্চলে বন্দুকধারীদের গুলি, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
উত্তর ককেসাস অঞ্চলের ইঙ্গুশেটিয়ায় স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তাকে বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

রাশিয়ার ককেশাস অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে। উত্তর ককেসাস অঞ্চলের ইঙ্গুশেটিয়ায় স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তাকে বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। তদন্তকারীদের উদ্ধৃত করে শনিবার সকালে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

তাস জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইঙ্গুশেটিয়ার সন্ত্রাস দমন কেন্দ্রের উপপ্রধানের জন্য বরাদ্দ করা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। তারপর তারা ঘটনাস্থল থেকে সরে পড়ে প্রতিবেশী অঞ্চল উত্তর ওসেটিয়ার দিকে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করে হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের খোঁজা হচ্ছে বলে তদন্তকারী সংস্থার স্থানীয় শাখা জানায়।

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের চেচেনিয়ার সংলগ্ন একটি এলাকা ইঙ্গুশেটিয়া।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত