জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা, ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৫
জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের কিছু অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সৃষ্টি বন্যা ও ভূমিধসে ছয়জন নিহত এবং ১০ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াজিমা এবং সুজু শহর দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত ছিল।
রোববার উভয় শহরেই সেপ্টেম্বরে গড়ে বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। বেশ কয়েকটি নদীর তীর ভেঙে গেছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিফেকচারজুড়ে ১০০ টিরও বেশি সম্প্রদায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে দুই পুরুষ ও নারী রয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা শনিবার ইশিকাওয়ার জন্য সর্বোচ্চ 'প্রাণঘাতী' সতর্কতা জারি করেছে। রোববার সতর্কতা শিথিল করলেও সোমবার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পারে কর্তৃপক্ষ আবারও সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
এই অঞ্চলটি এখনও জানুয়ারিতে হওয়া শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। ওই ভূমিকম্পে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
বাংলাদেশ জার্নাল/এমপি