ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮
ছবি: সংগৃহীত

ইরানের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। পশ্চিম এশিয়ার এই দেশটির পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় এ ঘটনায় বিস্ফোরণের পর থেকে আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।

রোববার টেলিভিশনটি জানায়, মদনজু কোম্পানির পরিচালনাধীন খনিটির দু’টি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনাটির কারণ। ঘটনার সময় সেখানে ৬৯ জন শ্রমিক ছিলেন।

ইরান রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের জন্য শোক ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত